সৌদিআরবের রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রবাসী বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক।।

সৌদিআরবের রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি’র মতবিনিময় সভা এবং কসবা-আখাউড়া ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সৌদিআরবের রিয়াদে এই মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শামসুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি’র সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়া, নজরুল ইসলাম, গাজী মোহাম্মদ সিরাজ, রমজান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান (বাক্কু),মোহাম্মদ বাতেন মিয়া,শেখ নাছির আহমেদ, মোহাম্মদ মুস্তাক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি’র সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভূইয়া।