চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হলেন সরাইলের মোহাম্মদ বশির আহমেদ

সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

ভয়েস ডেস্ক।। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হলেন সরাইলের মোহাম্মদ বশির আহমেদ। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে ইসি সচিবালয়ের উপসচিব,
মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে বদলি করে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

মোহাম্মদ বশির আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবা
এ কে এম নূরুল হুদা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

মোহাম্মদ বশির আহমেদ চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হওয়াই সরাইল উপজেলার অরুয়াইল-পাকশিমুল এলাকার মানুষের মনে আনন্দ উৎসব বিরাজ করছে।