

ভয়েস ডেস্ক।। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামে আন-নূর আইডিয়াল ইসলামিক স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আঃ হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল বহুমুখী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমানন্দপুর হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন ভুইঁয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ ভূইয়া,ফুলকলি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল কাজী আব্দুল হামীম, ধামাউড়া কবি নজরুল ইসলাম স্কুলের প্রিন্সিপাল ও জামাতে ইসলামি বাংলাদেশ অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি মো.ইসলাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ ভূইয়া, আলী আজগর মাষ্টার, মুহাম্মদ মাজহারুল ইসলাম প্রমূখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মা গার্মেন্টসের মালিক হেলাল মিয়া,পরিচালনায় ছিলেন ফয়জুল্লাহ আল মারুফ।